বাংলাদেশের উঞ্চতম স্থান হিসেবে খ্যাত লালপুরের ঐতিহ্যের শিক্ষাপ্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলস্ হাই স্কুল একে একে পঁচাত্তর বছর অতিক্রম করে সগৌরবে শিক্ষার আলো বিতরণ করে সু-নাগরিক তৈরির প্রচেষ্টা অব্যাহত রেখে চলেছে এবং গাণিতিক হারে বাহির হলেও তার আলো ছড়াচ্ছে জ্যামিতিক হারে।
উত্তর জনপদের সমৃদ্ধ ভারী শিল্প প্রতিষ্ঠান নর্থ বেঙ্গল সুগার মিলস লিমিটেড ১৯৩৩ সালে যাত্রা শুরু করে অত্র এলাকার কৃষিজীবী জনসাধারণকে শিল্পের সাথে সম্পৃক্ত করে উন্নত জীবনের স্বপ্ন দেখিয়েছিল, তারই ধারাবাহিকতায় ১৯৪৫ সালে এ প্রতিষ্ঠানের শ্রমিক কর্মকর্তা-কর্মচারীর সন্তানদের যোগ্য মানুষ হিসেবে গড়ে তুলে উন্নত জাতিসত্বা বিনির্মাণের বীজবপন করেছিল এ বিদ্যালয় প্রতিষ্ঠার মধ্য দিয়ে।
১৯৪৫ থেকে ১৯৬৬ ছোটো পরিসরে থাকলেও ১৯৬৭ সালে ৩.৪৮ একর ভূমির উপর নির্মিত বিদ্যালয়ের বর্তমান আঙ্গিক সুবিশাল ভবন ও মাঠ নিয়ে নবযাত্রা শুরু করে। শিক্ষকমন্ডলীর উন্নত নৈতিক মান ও জ্ঞানের ভিত্তির উপর ভর করে গড়ে উঠতে থাকে নতুন নতুন প্রজন্ম, আলোকিত হতে থাকে বাংলাদেশ। সময়ের পথপরিক্রমায় সীমানা পেরিয়ে বিশ্বের নানা প্রান্তে এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীর কৃতিত্বের ফল্গুধারায় অবগাহন করে চলেছে।
পুরোনো ভিত্তির উপর আধুনিকায়নের ছোঁয়া বিদ্যালয়ের অবকাঠামোকে করেছে সমুন্নত Digital Attendance-এর মাধ্যমে উপস্থিতি নিশ্চিত করে শিক্ষাথীরা প্রবেশ করছে Multimedia Classroom-এ, CCTV-এর মাধ্যমে নিবিড় মনিটরিং মানসম্মত শিক্ষা ল্যাব-এর মাধ্যমে তথ্য ও প্রযুক্তি জ্ঞানে কৈশোর থেকেই উৎকর্ষতা লাভ করছে শিক্ষার্থীরা। উন্নত জীবনবোধ গড়ার প্রত্যয়ে সাহিত্য-সাংস্কৃতিক কার্যক্রমের মাধ্যমে পরিশীলিত মানুষ হিসেবে নিজেদেরকে গড়ার কার্যক্রমকে নিরন্তরভাবে এগিয়ে নেওয়া হচ্ছে। সততা স্টোর ও লাইব্রেরির বই দিচ্ছে দৃঢ় চরিত্র। বিতর্ক প্রতিযোগিতা ও খেলাধুলার গৌরবময় ঐতিহ্যের আলোয় বর্তমান প্রজন্মকে স্বাস্থ্যবান ও বলবানরূপে গড়ে তোলার প্রচেষ্টা অবাহত রয়েছে।
দক্ষ মানবসম্পদ গড়ে তোলার সীমাহীন এ প্রচেষ্টায় প্রাণের এ সম্মিলন আমাদের অগ্রযাত্রাকে অবশ্যই কুসুমান্তীর্ণ করবে। ‘৭৫-বর্ষপূর্তি উৎসব’ গৌরবোজ্জ্বল অতীত আর সমৃদ্ধ ভবিষ্যতের সেতুন্ধন রচনা করে বর্তমানকে আরও আত্মবিশ্বাসী করে তুলুক আমার সকল মানস সন্তানকে।